২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পুলিশ সেজে ধান বীজ ও টাকা ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৭ অপরাহ্ণ, ২৮ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ সেজে ধান বীজ ও টাকা ছিনতাই মামলার প্রধান আসামি হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।
গ্রেপ্তার হাফিজুল ইসলাম উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার সাবেক ইউপি সদস্য মৃত খলিলুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আজ ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে লালমনিরহাট জেলহাজতে প্রেরন করা হবে।
মামলার অপর আসামি দেলোয়ার হেসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে গত শনিবার (২৩ মে) নীলফামারী জেলার সৈয়দপুর থেকে বিভিন্ন ধানের বীজ ক্রয় করে লালমনিরহাট ফেরার পথে পুলিশ কর্মকর্তা সেজে কয়েকজন ব্যক্তি হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় ব্যবসায়ী শাহাদাত হোসেনের পথ আটকান। সেসময় তারা ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৮ হাজার ৫শ ও বিকাশে ১৮ হাজার টাকা জোর পূর্বক আদায় করেন।
এমনকি গাড়ি থেকে দেড় লাখ টাকার ধান বীজও নামিয়ে নেয় বলে অভিযোগ শাহাদাত হোসেনের। পরে এ ঘটনায় মামলা করেন ওই ব্যবসায়ী।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন