২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

একদিনে নিউইয়র্কে ৩ বাংলাদেশি তরুণের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:২১ অপরাহ্ণ, ০৭ আগস্ট ২০২০

বার্তা পরিবেশক অনলাইন:: একদিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিন বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন দু’জন এবং একজনের লাশ উদ্ধার করা হয়েছে একটি পার্কে নিজ গাড়ি থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, লেক জর্জে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ডুবে যান ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তানভীর। পরে তার লাশ উদ্ধার করা হয়। তার দাফন-কাফনের জন্য ‘গো ফান্ড’ নামে একটি তহবিলে ৩৮ হাজার ডলারের বেশি সংগ্রহ করা হয়েছে।

এদিকে নিউইয়র্কের ইমাম এবং বায়তুল গাফফার মসজিদের প্রতিষ্ঠাতার (বর্তমান উডহেভেন জামে মসজিদের ইমাম) ছেলে মহসিন আহমেদের লাশ উদ্ধার করা হয় ওজনপার্ক থেকে।

কমিউনিটি নেতা খাইরুল খোকন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মহসিনের লাশ তার গাড়ি থেকে উদ্ধার করা হয়। তবে কীভাবে তার এই মৃত্যু হলো এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

একইদিন রাত ১০টার দিকে কুইন্স এলাকার একটি সুইমিং পুল থেকে সাংবাদিক ও লেখক রহমান মাহবুবের দ্বিতীয় ছেলে মারজান রহমানের উদ্ধার হয়। জরুরি বিভাগের কর্মীরা মারজানকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন