১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গৌরনদীর নবাগত ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪২ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী:: বরিশালের গৌরনদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে স্নেহলতা হালদার (১৫) নামের এক কিশোরী।
শুক্রবার রাতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলার পশ্চিম বার্থী গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়েটি বন্ধ করেন তিনি (ইউএনও)।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা উপস্থিত ছিলেন।

অপরদিকে ইউএনও’র উপস্থিতি টের পেয়ে কনের বাড়ি থেকে পালিয়ে যায় অতিথিরা। পরে কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেনা মর্মে কিশোরীর পিতার কাছ থেকে মুচলেকা রেখে বিয়ের সকল আয়োজন বন্ধ করা হয়।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন