১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গৌরনদীতে খাল দখল করে দোকান নির্মাণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৪ অপরাহ্ণ, ০৪ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী:: কোন নিয়মনীতির তোয়াক্কা না করে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের মধ্যে দিয়ে প্রবাহিত খালের একাংশ দখল করে কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়েছে।

বাটাজোর বন্দরের একাধিক ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে গত কয়েকদিন যাবত বন্দরের টিন ব্যবসায়ী দাদন মিয়া তার দোকানের সামনে সরকারী জমির ওপর খালের একাংশ দখল করে দোকান ঘর নির্মাণ কাজ চালিয়ে আসছে।

সরকারী সম্পত্তি দখল করে দোকান নির্মাণের সত্যতা স্বীকার করে দাদন মিয়া জানান, সবাই উত্তোলণ করেছে তাই তিনি সরকারী জমিতে দোকান উত্তোলন করেছেন।

এবিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা সরকারী জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন