২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কীর্তনখোলায় নিখোঁজ চা দোকানি, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩০ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০২১

কীর্তনখোলায় নিখোঁজ চা দোকানি, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল বেলতলা খেয়াঘাট এলাকায় শাহিন (৪৫) নামের এক ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। বেলা ২টার দিকে তিনি কীর্তনখোলা নদীতে পড়ে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। ডুবুরিরা দোকানির সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেছে।

তার বিশ্বাসের হাট এলাকাতে একটি চায়ের দোকান রয়েছে। তিনি দোকানের মালামাল কেনার জন্য বরিশাল নগরে গিয়েছিলেন। ফিরে আসার সময় কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটের পল্টুনের ওপর ট্রলারের অপেক্ষায় বসে ছিলেন। হঠাৎ করেই তিনি সেখান থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ শাহিনের স্বজনরা জানান, শাহিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

বরিশাল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সৈয়দ শারাফাত আলী বরিশালটাইমসকে জানান, তাদের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দোকানি জীবিত বা মৃত উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যহত হচ্ছে, জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন