২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

৬ সিটের ইলেকট্রিক সাইকেল বানিয়ে চমকে দিলেন তরুণ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০২:৩২ অপরাহ্ণ, ০৩ ডিসেম্বর ২০২২

৬ সিটের ইলেকট্রিক সাইকেল বানিয়ে চমকে দিলেন তরুণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ৬ সিটের একটি ইলেকট্রিক সাইকেল বানিয়ে তাক লাগালেন এক তরুণ। এই সাইকেলের ব্যাটারি একবার ফুল চার্জ টানা ১৫০ কিলোমিটার মাইলেজ দেবে।

উদ্ভাবনী এই সাইকেলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ভারতের মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। যিনি প্রায়শই টুইটারে অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করে থাকেন।

বহু মানুষ তার সেই ভিডিওগুলো দেখেন, মন্তব্য করেন, শেয়ারও হয় ব্যাপক হারে। হতাশার মুহূর্তে বহু মানুষকে সামান্য হলেও স্বস্তির স্বাদ দেয়।

আনন্দ মাহিন্দ্রার নতুন ভিডিওটি তেমনই সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা গেছে, ভারতের কোনও এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে এক তরুণ একটি মাল্টি-রাইডার ইলেকট্রিক সাইকেল চালাচ্ছেন।

সেই ইলেকট্রিক সাইকেলটি ছয় সিটার, ব্যাটারিচালিত। এটিকে আবার যাতায়াতের জন্য রিক্সা হিসেবেও ব্যবহার করা যেতে পারে, এই ভাইরাল ভিডিয়োতে ঠিক যেমনটা হয়েছে।

সাইকেলটি তৈরি করতে ওই তরুণের খরচ হয়েছে মাত্র ১০ হাজার রুপি। একবার চার্জ দেওয়ার খরচ ১০ রুপি।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন