২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পেরুতে বাস খাতে পড়ে নিহত ২৪

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, ২৯ জানুয়ারি ২০২৩

পেরুতে বাস খাতে পড়ে নিহত ২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পেরুতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। এ ঘটনায় বাসে থাকা ২৪ যাত্রী নিহত হয়েছেন। শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা। সুত্রান জানিয়েছে, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বাসটিতে ৬০ যাত্রী ছিলেন।

রাজধানী লিমা থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসযাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন।

উল্লেখ্য, ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনার মুখে পড়ার পর ২৯ জন প্রাণ হারিয়েছিল।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন