২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কলাপাড়ায় কৃষকের ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:৫১ অপরাহ্ণ, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

কলাপাড়ায় কৃষকের ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পায়রা বন্দরের সিক্স লেন সড়ক নির্মানে বালু ভরাটের কারনে কৃষি জমিতে লবন পানি প্রবেশের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষকরা । সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহামুদুর হাসান সুজন মোল্লা, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খালেক হাওলাদার ও ইউপি সদস্য সলেমান প্রমুখ।

বক্তারা বলেন, পায়রা বন্দরে সিক্স লেনের এই কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান স্প্রেক্টা ইঞ্জিনিয়ার লিমিটেড। তারা নদী থেকে ওই জমিতে বালু ভরাট করছে। কিন্তু বালুর অবশিষ্ট লবন পানি পার্শ্ববর্তী কৃষি জমিতে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই তারা এ মৌসুমে কাজটি বন্ধ রাখার দাবি জানান।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন