২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পাথরঘাটায় ২০১ ভূমিহীন পাবে প্রধানমন্ত্রীর ঘর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫২ অপরাহ্ণ, ২০ মার্চ ২০২৩

পাথরঘাটায় ২০১ ভূমিহীন পাবে প্রধানমন্ত্রীর ঘর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা ২০১ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

বুধবার (২২ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত পাকা নীড় হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর পরই পাথরঘাটায় ২০১ জনের হাতে চাবি তুলে দেয়া হবে। ২০১ পরিবারকে পুনর্বাসন করা হবে। এর আগে পাথরঘাটায় ৩১১ জনকে ঘর দেওয়া হয়। এখনো ৩৩০ টি ঘরের কাজ চলমান।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে ঘরের কাজ সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর ২০১ জনের হাতে সনদসহ সকল কাগজপত্র দেওয়া হবে।

তিনি আরও বলেন, এর আগে ৩১১ জনকে পুনর্বাসন করা হয়। বাকি ৩৩০ টি ঘরের কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত এ কাজ শেষ করতে পারবো। এ কাজ শেষ‌ হলে প্রকল্প-২ এর আওতায় পাথরঘাটায় ৮৪২ ভুমিহীন পরিবারকে পুনর্বাসিত হবে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন