২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গভীর রাতে মাঝ নদীতে সুন্দরবন লঞ্চে আগুন, আতঙ্ক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৪ পূর্বাহ্ণ, ১৯ জুন ২০১৯

বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী এমভি সুন্দরবন-১০ লঞ্চের ইঞ্জিন রুমের একটি কাঠে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটলে যাত্রী ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, লঞ্চে আগুন লাগার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে এ খবর ছড়িয়ে পড়ে। ছবিসহ খবরটি ছড়িয়ে পড়লে তাদের স্বজনদের মধ্যেও দেখা দেয় আতঙ্ক।

লঞ্চের যাত্রী মনিরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে লঞ্চে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যদিও লঞ্চ কর্মকর্তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বিষয়টি নিশ্চিত করেন।

লঞ্চ কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, ঠিক আগুন লেগেছে বলা যাবে না। কাঠের একটি টুকরো ধোঁয়া নির্গমনকারী পাইপের সঙ্গে ছিল। ওই পাইপটি গরম হলে সেই কাঠের টুকরোয় আগুন ধরে যায়। যা তাৎক্ষণিকভাবে নিভিয়েও ফেলা হয়।

পরবর্তীতে বুধবার (১৯ জুন) সকালে যাত্রীদের নিয়ে নিরাপদেই লঞ্চটি ঢাকায় পৌঁছেছে বলে জানান বিআইডব্লিউটিএ-এর এই কর্মকর্তা।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন