২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, সেই জামালসহ গ্রেপ্তার ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৬ অপরাহ্ণ, ১৯ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে তিন কথিত সাংবাদিক। শনিবার সকালে ওই উপজেলা শহরের একটি বেকারিতে গিয়ে সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনতা তাদের আটক করে একচোট দেয়। পরবর্তীতে পুলিশ খবর দিয়ে তাদের তিনজনকে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়- উপজেলার বাবুগঞ্জ বাজারের মধুবন বেকারিতে গিয়ে জামাল হোসেনসহ ৩ জন নিজেদের বাংলা টিভি ও এমটিভির সাংবাদিক পরিচয় দেয় এবং অনিয়মের অজুহাত তুলে বেকারি মালিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে জামালসহ অপর দুইজন আজিজুল হক এবং জব্বার তালুকদার বিষয়টি চেপে যাওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করলে তখন স্থানীয়রা তাদের চতুরদিক থেকে ঘিরে ধরে। এসময় তাদের সাংবাদিকতার বৈধতা চ্যালেঞ্জ করলে তা প্রদর্শনে ব্যর্থ হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের গণপিটুনি দেয়। পরবর্তীতে বাবুগঞ্জ থানা পুলিশে খবর দেওয়া হলে একটি টিম এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

এই তথ্য বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বরিশালটাইমসকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন- এ ঘটনায় বেকারি মালিক রফিকুল ইসলাম একটি চাঁদাবাজি মামলা করার বিষয়টি অবহিত করেছেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।’

উল্লেখ করা যেতে পারে আটকদের মধ্যে জামাল হোসেন এর আগে সাংবাদিক পরিচয় দিয়ে বরিশালের বিভিন্ন উপজেলার ডাগাগনস্টি সেন্টার বেকারিসহ ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিল। তৎসময়ে এই চাঁদাবাজির অভিযোগে সে একাধিকবার জনরোষের পাশাপাশি পুলিশের হাতে আটকও হয়।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন