১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ইউএনওকে গালি, ওসিকে বদলীর হুমকি এমপি নদভীর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: প্রধান ফটকে এসে অভ্যর্থনা না জানানোয় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অশোভন ভাষায় গালি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক সপ্তাহের মধ্যে বদলীর হুমকি দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদ করায় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের সঙ্গেও অশোভন আচরণ করে তাকে মারতে উদ্যত হন এমপি নদভী।

সভায় উপস্থিত একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, সাতকানিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভার নির্ধারিত সময় ছিল দুপুর ২টা ৩০ মিনিট। নিয়মানুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরে আলমের সভাপতিত্বে যথাসময়ে সভা শুরু হয়।

বিকেল পৌনে ৪টার দিকে সভায় অংশ নিতে উপস্থিত হন চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। সাড়ে ৪টার দিকে সভায় অংশ নিতে আসেন লোহাগাড়া-সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী। তখন সভা প্রায় শেষের দিকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্যরত অবস্থায় ছিলেন।

সভাস্থলে ঢুকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমপি নদভী জানতে চান, ‘আপনি আমাকে রিসিভ করতে যাননি কেন?’ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অশোভন ভাষায় গালাগাল করেন তিনি। পরে উত্তেজিত এমপি নদভী থানার ওসির খোঁজ করেন। ওসিকেও গালাগাল করে তাকে এক সপ্তাহের মধ্যে থানা থেকে বদলী করে দেওয়ার হুমকি দেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব দুই সরকারি কর্মকর্তার সঙ্গে এমপি নদভীর অশোভন আচরণের প্রতিবাদ জানালে তাকে মারতে উদ্যত হন নদভী।

আচমকা এমপি নদভীর এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন সভায় উপস্থিত অতিথিরা। পরে উত্তেজিত এমপি নদভীকে নিবৃত করেন এমপি নজরুল ইসলাম চৌধুরীসহ অন্যরা।

মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মাসিক উন্নয়ন সমন্বয় সভা মুলতবী করার আহ্বান জানান। পরে এমপি নজরুল ইসলাম চৌধুরীর অনুরোধে উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেবের সভাপতিত্বে মাসিক উন্নয়ন সমন্বয় সভা শুরু হয়।

উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সাংবাদিকদের বলেন, মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা চলাকালীন এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী ঢুকে হঠাৎ ইউএনও’র সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। একপর্যায়ে ইউএনওকে গালাগাল করেন তিনি। পরে আমার সঙ্গেও অশোভন আচরণ করেন তিনি।

‘থানার ওসিকেও নাজেহাল হওয়ার আগে চলে যেতে বলেন এমপি নদভী। অন্যথায় এক সপ্তাহের মধ্যে ওসিকে বদলীর হুমকি দেন।’ যোগ করেন এম এ মোতালেব।

এ বিষয়ে জানতে এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীর মোবাইল নাম্বারে কল করা হলেও তিনি সাড়া দেননি।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন