২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

Coronavirus: বিশ্ব একদিনে আরও ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, ১৭ জুন ২০২১

Coronavirus: বিশ্ব একদিনে আরও ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> মারণঘাতী করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ হাজার ৪৪১ জন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬২৩ জন। সব মিলিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ৮২৫ জনে। মোট শনাক্ত রোগী ১৭ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৯৬ জনে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৯১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৮৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ১৫০ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৪৯২ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫৪৪ জন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন