২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

Coronavirus: ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৫৪ জনের প্রাণহানি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৭ অপরাহ্ণ, ১৮ জুন ২০২১

Coronavirus: ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৫৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> দেশে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত হার ১৮ দশমিক ৫৯ শতাংশ, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। আজ শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে আরও ৩ হাজার ৮৮৩ জনের শরীরে।

আজ শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৯৯ জন।

২৪ ঘণ্টায় দেশের ৫২৮ ল্যাবে ২০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। এর চেয়ে বেশি শনাক্ত হার ছিল গত ১৮ এপ্রিল, ১৯ দশমিক ০৬ শতাংশ।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৯৬৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৫২১ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৭৭ লাখ ৪ হাজার ৪১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ১৭২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৬৩৪ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৫৪ হাজার ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ১২ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে (Covid-19) কোভিড-১৯।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন