১৬ মিনিট আগের আপডেট সকাল ১০:৫০ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

কে হচ্ছেন সেরা পাঁচিকা-২০২২ NKM ই-কমার্স সোসাইটির পাঁচিকা পরমান্ন উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট
১১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

NKM ই-কমার্স সোসাইটির পাঁচিকা পরমান্ন উৎসব

আরিফ আহমেদ মুন্না ভোজনরসিক বাঙালির পায়েস খেতে উৎসবের দরকার হয় না। প্রয়োজন হয় না বিশেষ দিন কিংবা উপলক্ষ্য। তারা নিজের মতো করেই দিনক্ষণ ঠিক করে নেয়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে পায়েস অন্যতম। বাঙালি ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ এই পায়েস ছাড়া সকল অনুষ্ঠান যেন লবন ছাড়া তরকারির মতোই ফিকে হয়ে যায়। তাইতো বাঙালির ঘরে বিভিন্ন উৎসব কিংবা উপলক্ষ্যে রান্না হয় এই সুস্বাদু খাবারটি।

ভোজনরসিক বাঙালির হাঁড়িতে চিরায়ত পয়েস ওঠে হরেক সময়ে হরেক নামে। হেমন্তের নবান্ন উৎসবে পায়েস, শীতকালে নলেন গুঁড়ের পায়েস, পৌষ কিংবা চৈত্র সংক্রান্তিতে পায়েস, বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে পায়েস, মিলাদ-মাহফিলে পায়েস, কোথায় নেই এই পায়েস? হরেক অনুষ্ঠানে রান্না হয় হরেক পদের পায়েস। চালের পায়েস, খুদের পায়েস, চিঁড়ার পায়েস, ছানার পায়েস, নারকেলের পায়েস, ডাবের পায়েসসহ রয়েছে আরও কতকিছু। মোটকথা পায়েস ছাড়া যেন বাঙালির রসনাবিলাসে কোনোভাবেই পরিপূর্ণতা আসে না।

এমন বাস্তবতার নিরিখেই বরিশালের স্বনামধন্য ই-কমার্স প্রতিষ্ঠান NKM-এর আয়োজনে শুরু হয়েছে পায়েস উৎসব। NKM E-COMMERCE SOCIETY-এর উদ্যোগে দেশব্যাপী অনলাইনে আয়োজিত ওই পায়েস উৎসবের নাম দেওয়া হয়েছে ‘পাঁচিকার পরমান্ন’ উৎসব। ১০ দিনব্যাপী এই উৎসবে পায়েস রেঁধে আপনিও হতে পারেন সেরা পাঁচিকা-২০২২ এবং জিতে নিতে পারেন সেরা পাঁচিকা এ্যাওয়ার্ডসহ আকর্ষণীয় পুরস্কার। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই পাঁচিকার পরমান্ন উৎসব চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

পাঁচিকা পরমান্ন উৎসব সম্পর্কে আয়োজক NKM ই-কমার্স সোসাইটির প্রতিষ্ঠাতা গাজী রণী শ্রাবণী বলেন, ‘শখ থেকেই হোক কর্মের শুরু’-এ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে NKM E-COMMERCE SOCIETY নামের অনলাইন প্লাটফর্ম। দেশজুড়ে বিস্তৃত আমাদের এই ই-কমার্স সোসাইটির সদস্য সংখ্যা এখন কয়েক লাখ। সারাবছর ধরেই নারীদের স্বাবলম্বী করতে আমরা বিভিন্ন ধরনের ই-কমার্স কার্যক্রম পরিচালনা করে আসছি। দেশব্যাপী ছড়িয়ে থাকা আমাদের নারী উদ্যোক্তাদের প্রতিভা বিকাশ করতে এবং দেশীয় শিল্প ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বছরের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের মেলা এবং প্রতিযোগিতার আয়োজন করে থাকি। দেশীয় শিল্প-সংস্কৃতি এবং ঐতিহ্যকে লালন করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের একটি প্লাটফর্মের মাধ্যমে স্বাবলম্বী করাই আমাদের সোসাইটির মূল লক্ষ্য। এখানে কেউ কাজ করে শখে। আবার কেউ জীবিকার তাগিদে। তবে স্বপ্নবাজ মানুষদের অফলাইন থেকে অনলাইনে সফল এবং প্রফেশনাল হিসেবে গড়ে তোলাই আমাদের NKM ই-কমার্স সোসাইটির আসল উদ্দেশ্য।’

উল্লেখ্য, NKM E-COMMERCE SOCIETY-এর উদ্যোগে ১০ দিনব্যাপী ওই পাঁচিকা পরমান্ন উৎসব স্পন্সর করছে পরিসমাপ্তি। এছাড়াও ওই পাঁচিকা পরমান্ন উৎসব সফল করতে নিরলস কাজ করছেন তানজিনা শাম্মী, আফরোজা খাতুন, তানিয়া সুলতানা, সফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, সেতু ইসলাম, তানজিদা পিংকি, রাশেদা বাবলী, আফরিন পরী প্রমুখ NKM ই-কমার্স সোসাইটির উদ্যোক্তাগণ।

বরিশালের খবর, বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলেন ছাত্রলীগ নেতা  চাঁদের নিচে ‘তারা’, ফেসবুকে ছবি ভাইরাল  ঝালকাঠিতে ডিসির গাড়িতে ধাক্কা: ট্রাকচালক কারাগারে  মাসব্যাপি শুরু হয়েছে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম  কলাপাড়ায় ১ টাকায় ইফতার  বাকেরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ: ১২ দিনেও হয়নি তদন্ত  রমজান উপলক্ষে মদে মূল্যছাড়, মিজানুর রহমান আজহারির আক্ষেপ  পার্কিং নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করলেন পুলিশ কর্মকর্তা  সংবাদ প্রকাশের পর জীবিত হলেন সেই শিউলী!  পোলট্রি খাতে ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা লুট!