বিপিলের ২৪তম ম্যাচে চিটাগং ভাইকিংসের ১৮৫ রানের জবাবে শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে মুশফিকের বরিশাল বুলস। দ্বিতীয় ওভারে দুই ওপেনার ডেভিড মালান (৫) ও নাদিফ চৌধুরীকে (৪) ফিরিয়ে জোড়া আঘাত হানেন মোহাম্মদ নবী। এরপর তৃতীয় ওভারে শুভাশিষের বলে বোল্ড হয়ে শাহরিয়ার নাফিস (১) এবং চতুর্থ ওভারের প্রথম বলে সেই নবীর বলে জীবন মেন্ডিস (১) আউট হলে দলীয় ১২ রানেই ৪ উইকেট হারায় মুশফিকের দল।
এরপর ক্রিজে এসে চরম ওই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন দলপতি মুশফিক। তবে সপ্তম ওভারের শেষ বলে ১৯ রান করেই তাসকিনের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। এর এক বল পরেই শোয়েব মালিকের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পেরেরা (০)। আর তাসকিনের করা নবম ওভারের প্রথম বলেই লেগ বিফোর হয়ে ফেরেন রায়াদ এমরিত (৬)। ফলে দলীয় ৩৯ রানেই ৭ উইকেট হারিয়ে খাদের কিনারে বরিশাল।
৯টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান অভিজ্ঞ পাকিস্তান অলরাউন্ডার। বরিশাল বুলসের হয়ে রাব্বি ও পেরেরা ২টি এবং এমরিত ১টি উইকেট লাভ করেছেন।