ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এসআই মাঈনূল ইসলাম ও এসআই ফিরোজ নলছিটি উপজেলাধীন বড় প্রমহর এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কের পাশের ডোবা থেকে ওই লাশ উদ্ধার করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন পরিচয় জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নলছিটি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান এস আই মাঈনুল ইসলাম।