পটুয়াখালী: জেলার রাঙ্গাবালীর মৌডুবির জাহাজমারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে দোকানঘর তৈরি করে দখলের পাঁয়তারা চালাচ্ছেন মহিব্বুল ভূঁইয়া নামে স্থানীয় এক বিএনপি কর্মী। মৌডুবির জাহাজমারা স্লুইচ গেট সংলগ্ন ওই জমিতে মহিব্বুলের নেতৃত্বে একটি টিনশেড দোকানঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। একই সঙ্গে আরো একটি দোকান তৈরির জন্য শ্রমিক দিয়ে মাটি কেটে ভিটে তৈরির কাজ চলছে।
স্থানীয়রা জানান, মৌডুবির ভূঁইয়া কান্দা এলাকার বাসিন্দা মহিব্বুল ভূঁইয়া বিএনপির একজন সক্রিয় কর্মী। এলাকায় তিনি বেশ প্রভাবশালী। স্থানীয় বিএনপির অর্থ জোগান দাতা হিসেবেও তার পরিচিতি রয়েছে। আবার ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গেও সখ্যতা রয়েছে। এ কারণেই তিনি কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে পাউবোর জমি স্থায়ীভাবে দখল করে দোকান তৈরি করছেন।
মৌডুবির জাহাজমারা স্লুইস গেট এলাকার ব্যবসায়ী খোকন হোসেন বলেন, মহিব্বুল ভূঁইয়ার নেতৃত্বে দুই সপ্তাহ ধরে এখানে একটি টিনশেড দোকান তৈরির কাজ চলছে। ওই ঘর তৈরি করতে গিয়ে বন বিভাগের দুইটি গাছও কেটেছেন তিনি। এরপরও আরো একটি ঘর তৈরি করার জন্য শ্রমিক লাগিয়ে ভিটে তৈরি করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একই এলাকার এক বাসিন্দা বলেন, মহিব্বুল ভূঁইয়া বিএনপির সক্রিয় কর্মী হলেও এলাকায় বেশ প্রভাবশালী। স্থানীয়রা তার সামনে মুখ খুলতে সাহস পায় না।
এ ব্যাপারে জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে মহিব্বুল ভূঁইয়া বলেন, আমি কাদের জমিতে দোকান করছি, এগুলো আপনাদের জানার দরকার কী। আমি পানি উন্নয়ন বোর্ডের জমিতে দোকান করছি না।
এ ব্যাপারে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, জাহাজমারা স্লুইস গেট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দোকান নির্মাণের বিষয়টি আমাদের জানা নেই। এমনটি হয়ে থাকলে আমরা নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেব।