পারিবারিক কলহের জেরে বাবার হাতুড়ির আঘাতে ছেলের মৃত্যু হয়েছে। তার নাম হাসিব আলম (১৪)। পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর বাবা লাবলু মৃধাকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ। গলাচিপা থানার ওসি আব্দুল রাজ্জাক মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসিব গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে লাবলু সঙ্গে তার স্ত্রীর ঝগড়া-ঝাটি হয়। এসময় হাসিব ঘুম থেকে উঠতে দেরি করায় বাবা লাবুল ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।