বরিশাল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের প্রথম দিনে আওয়ামীলীগের দলীয়প্রার্থী খানআলতাফ হোসেন ভুলু মনোয়ন দাখিল করেছেন।
আজ সকাল সাড়ে ১১ টায় রির্টার্নিংকর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক গাজী মো: সাইফুজ্জামানের হাতে তিনি মনোয়নপত্র জমা দেন।
এছাড়াও প্রার্থী হতে আওয়ামীলীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী , মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাইদুলইসলাম ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক। সদস্যপদেও মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বৃহস্পতিবার হচ্ছে মনোনয়ন জমাদানের শেষ দিন।