বরিশালঃ বরিশালে বিরল প্রানী ‘তক্ষক’সহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন বিমান বন্দর থানাধীন রেইন্ট্রিতলা এলাকা থেকে তাদের আটক এবং ওই প্রানীটিকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হল, বরগুনা জেলার আমতলী এলাকার নাছির তালুকদার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকার বশির খলিফা।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানাধীন রেইন্ট্রিতলা এলাকার তিলকস্থয় অভিযান চালালে ৯ ইঞ্চি লম্বায় বিরল প্রানী ‘তক্ষক’ উদ্ধার করা হয়। পাশাপাশি দুইজনকে গ্রেফতারও করা হয়।jh

আজ সকালে তাদের আটক করা হলেও বিকেলে আটক দুজনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা তাদের দোষ স্বীকার করায় বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইনের ২০১২/৬ এর ৩৯ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিরল প্রানী ‘তক্ষর’টিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার জন্য বরিশাল সদর রেঞ্জ ফরেস্টার গাজী মোঃ আবুল বাসারের নিকট হস্তান্তর করা হয়।