বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়রম্যান পদে দলীয় সমর্থন বহাল রয়েছে এই দাবী নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সদ্য বিদায়ী প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু। সোমবার দুপুর সাড়ে বারোটায় নগরীর সাউথ কিং রেঁস্তোয়ায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এখানে ভুলু বলেন, তিনি প্রধান মন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব পালন করেন। এরপর ৩০ নভেম্বর চেয়ারম্যান পদে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে দলীয় সমর্থন পেয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। ১ ডিসেম্বর আমার মনোনয়নে দলীয় সমর্থন প্রত্যাহার করা হয়েছে বলে শুনতে পাই বটে কিন্তু কোন চিঠি পাইনি।
এনিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে, তিনি জানতে চান সমর্থন প্রত্যাহারে আপনাকে কোন চিঠি দেয়া হয়েছে কিনা? জবাবে না সূচক বললে প্রধানমন্ত্রী বলেন, আপনি নির্বাচন করুন এবং বিজয়ী হয়ে আমার সাথে দেখা করবেন।
উল্লেখ্য দলীয় সমর্থন প্রত্যাহার করে মো. মাইদুল ইসলামকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে বলে প্রচারিত হয়। এনিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপি বলেন, দলীয় সমর্থন পরিবর্তন করে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. মাইদুল ইসলামকেই সমর্থন করা হয়েছে। এখন পর্যন্ত এটাই সঠিক।