পিরোজপুরের মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জুয়েল চৌকিদার (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সাতদিন পর রবিবার রাতে মঠবাড়ীয়া থানায় ওই ছাত্রীর মা মামলা করেন।

অভিযুক্ত জুয়েল চৌকিদার সূর্যমনি গ্রামের কামাল চৌকিদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ নভেম্বর) উপজেলার সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে চানাচুর খাওয়ানোর কথা বলে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে জুয়েল।

 

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে জুয়েল পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকার একটি প্রভাবশালী মহল সালিশ বৈঠকের মাধ্যমে ফয়সালা করে দেওয়ার কথা বলে কালক্ষেপণ করে। কিন্তু কেউ কোনও ব্যবস্থা না নেওয়ায় রবিবার রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে জুয়েলকে আসামি করে মামলা করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আজ  সোমবার পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।