পিরোজপুরের জিয়ানগরে ট্রলারের ধাক্কায় ঘোষেরহাট বাজার খালের সেতু ভেঙে গেছে। এতে জিয়ানগর-মোড়েলগঞ্জ এ দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার সকালে একটি ইট বোঝাই স্টিলবডি ট্রলারের ধাক্কায় সেতুটির পশ্চিম প্রান্ত ভেঙে যায়। পরে এলাকাবাসী ও পুলিশ ওই ট্রলারটিকে আটক করে থানা হেফাজতে নেয়।

সেতুটি ভেঙে হওয়ায় জিয়ানগর-মোড়েলগঞ্জ দুই উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

খবর পেয়ে জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা প্রকৌশলী মীর শাকির আলী, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মীর শাকির আলী সাংবাদিকদের জানান, সেতুটি ট্রলারের ধাক্কায় বিধ্বস্ত হয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।