বরিশাল: জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মইদুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক। অপরদিকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সদ্য সাবেক জেলা পরিষদ প্রশাসক কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলু পেয়েছেন ঘোড়া প্রতীক।
রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।
এদিকে নিজেকে বিদ্রোহী প্রার্থী মানতে নারাজ খান ভুলু। তার দাবি, তিনিই দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী।
অপরদিকে মইদুল ইসলাম বলেন, দল প্রথমে খান ভুলুকে সমর্থন দিলেও পরবর্তীতে চেয়ারম্যান পদে তাকে (মইদুল) সমর্থন দিয়েছে। তার সাথেই ভোটারসহ জনগণ আছেন বলে তিনি দাবি করেন।
চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ৩৬জন সাধারণ সদস্য ও ৪ জন সংরক্ষিত সদস্যের মাঝে ১২টি প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ অন্যান্যরা।
গত ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিবাহিত হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সদস্য পদে ৫ জন এবং সংরক্ষিত ৩ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।