বরিশাল: বরিশাল নগরীর ৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ৭৬০ টি নির্ধারিত আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে ৪ হাজার ৩৪৩টি। আজ বৃহস্পতিবার শুরু হবে স্কুলগুলোর ভর্তি পরীক্ষা। তৃতীয় শ্রেণির এবং শনিবার ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিদ্যালয় সূত্রগুলো জানিয়েছে, এবার নির্ধারিত আসনের চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ৫ থেকে ১০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
নগরীর চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো- বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (কাউনিয়া) এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (রূপাতলী) সরকারি মাধ্যমিক বিদ্যালয়। চারটি বিদ্যালয়ের মধ্যে নগরীর কাউনিয়া ও রূপাতলীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলতি বছর (২০১৬) জানুয়ারিতে শুরু হয়েছে।
এ দুটি বিদ্যালয়ে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। সংশ্লিষ্ট সুত্র জানা গেছে- জিলা স্কুলে প্রভাতি ও দিবা শাখায় তৃতীয় শ্রেণিতে ২৪০ জন এবং ষষ্ঠ ে শ্রেণিতে ৪৮ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর বিপরীতে ভর্তির জন্য আবেদন পড়েছে তৃতীয় শ্রেণিতে ১ হাজার ১৪৭টি এবং ষষ্ঠ শ্রেণিতে ৫০৩ জন। সে হিসাবে এ বিদ্যালয়ে প্রতিটি আসনে তৃতীয় শ্রেণিতে ৪ জনের অধিক এবং ষষ্ঠ শ্রেণিতে ১০ জনের অধিক শিক্ষার্থীকে প্রতিযোগিতা করবে। সরকারি বালিকা বিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখায় তৃতীয় শ্রেণিতে ২৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৩০৪ জন এবং ষষ্ঠ শ্রেণিতে ৪০টি আসনের বিপরীতে ৪৫২ জন শিক্ষার্থী ভর্তি জন্য আবেদন করেছে।
সে হিসাবে প্রতিটি আসনে তৃতীয় শ্রেণিতে ৫ জনের অধিক এবং ষষ্ঠ শ্রেণিতে ১১ জনের অধিক শিক্ষার্থীর মধ্যে ভর্তি প্রতিযোগিতা হবে। শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (কাউনিয়া) এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (রূপাতলী) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ৭২ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
এ দুটি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে যথাক্রমে ৩৭৭ ও ৫৬০ জন করে শিক্ষার্থী।’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কমিটির সদস্য সচিব ও জিলা স্কুলের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন- ৪টি বিদ্যালয়ে স্বচ্ছভাবে ভর্তি কার্যক্রম শেষ করার জন্য তাদের সব ধরনের প্রস্ততি রয়েছে।