বরিশাল: বাংলাদেশের সাত বিভাগের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে বরিশাল বিভাগ প্রথম স্থানে রয়েছে।

বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক এস এম ফারুখ বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনীতে বরিশাল বিভাগে পাশের হার ৯৯ দশমিক ০৯ ভাগ। এছাড়া চট্রগ্রামে পাশের হার ৯৮ দশমিক ৭৫, খুলনায় পাশের হার ৯৮ দশমিক ৬৪, রাজশাহীতে ৯৮ দশমিক ৫৭, ঢাকায় ৯৮ দশমিক ৫৪, রংপুরে ৯৮ দশমিক ৩৪ এবং সিলেটে ৯৭ দশমিক ২৫ ভাগ পাশের হার।

বরিশাল বিভাগে বরিশাল জেলায় প্রাথমিক সমাপনীতে পাশের হার ৯৯ দশমিক ৫৮, ভোলায় ৯৮ দশমিক ৮৩, পটুয়াখালীতে ৯৮ দশমিক ৮২, বরগুনায় ৯৯ দশমিক ২৯, ঝালকাঠিতে ৯৯ দশমিক ৩৬ এবং পিরোজপুরে ৯৯ দশমিক ৪৩ ভাগ।