বরগুনা জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রী সাবিনা ইয়াসমিন।

রোববার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসান বরিশালটাইমসকে জানান- সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাবিনা ইয়াসমিন। সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের সোনারবাংলা গ্রামের কুদ্দুস খানের মেয়ে। কুদ্দুস খান তারা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের আয়োজন করেন।

দুপুরে সাবিনার মামাতো বোন সুরমার চরকলনী বাসায় বিয়ের আয়োজন চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আমি পুলিশ নিয়ে সুরমার বাড়িতে গিয়ে দ্রুত বিয়ে বন্ধের ব্যবস্থা করি। সাবিনার বাবা কুদ্দুস খান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে হবেনা এ মর্মে মুচলেকা দিলে বরপক্ষকে ফেরত পাঠানো হয় বলেও জানান তিনি।