বরিশালে স্কুলছাত্র হৃদয় হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ ভান্ডারিয়াবাসী। শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাইদুর রহমান হৃদয় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের চিংগুরিয়া গ্রামের শাহিন গাজীর পুত্র। মোঃ তানভির সিকদারের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে এবিএম সিদ্দিক, অমিত সিকদার, সোহেল সিকদার, খ.ম মিরাজ, মোঃ শহিদুল ইসলাম কবির, আব্দুর রহিম হিমেল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্কুলের ১০ম শ্রেণির ছাত্র সাইদুর রহমান হৃদয়কে গত ১৮ই জানুয়ারি বরিশাল পরেশ মাঠে কুপিয়ে হত্যা করে সমবয়সী বখাটেরা। এক সহপাঠীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইতিপূর্বে ভান্ডারিয়ার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।