এসএসসি পরীক্ষায় কেন্দ্রে মোবাইল ব্যবহার করার অভিযোগে মুলাদীতে ১০ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া কেন্দ্র পরিদর্শনকালে অনিয়মের প্রমান পাওয়ায় মুলাদী মাহমুদজান কেন্দ্রে ৩ জন ও মুলাদী ডিগ্রী কলেজে দায়িত্বরত ৭ শিক্ষককে এক বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া জানিয়েছেন-রোববার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে আকস্মিক মুলাদী মাহমুদজান কলেজ কেন্দ্র ও মুলাদী ডিগ্রী কলেজ পরিদর্শনে গেলে শিক্ষকদের কাছে মোবাইল পাওয়া যায়। অবশ্য মোবাইলগুলো বন্ধ পাওয়া গেছে।
কিন্তু কেন্দ্রে কোন ধরনের মোবাইল নিয়ে প্রবেশ করা সম্পূর্ন নিষেধ রয়েছে। তার পরেও কতিপয় শিক্ষক মোবাইল নিয়ে আসায় তাদের এক বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’’
এদিকে- এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বরিশালে নকলের দায়ে ৭ জনকে বহিষ্কার করা হয়েছে। ভোলা জেলায়ই ৫ জন বহিষ্কার হয়েছে নকলের দায়ে। এছাড়া বরিশাল ও পটুয়াখালীতে একজন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
বরিশাল শিক্ষাবোর্ড সূত্র জানায়- পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ভোলার হালিমা জিএস (১০৫) কেন্দ্রে ৩ জন, বাংলা বাজার (১০৪) কেন্দ্র থেকে দু’জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এছাড়া পটুয়াখালী বগা (৩২৩) ও বরিশাল জেলার মুলাদী (৬৭১) কেন্দ্র থেকে একজন করে পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।
বাংলা দ্বিতীয়পত্রে মোট পরীক্ষার্থী ছিলো ৮১ হাজার ৭৫২ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৮১ হাজার ৪৫৮ জন। কেন্দ্রে আসেনি ২৯৪ পরীক্ষার্থী। এবছর প্রথম পরীক্ষায় অনুপস্থিতির হার দশমিক ৩৬ ভাগ যা গত বছর ছিলো দশমিক ৩৪ ভাগ।
বরিশাল জেলায় ৫৫ কেন্দ্রে বাংলা বিষয়ে পরীক্ষার্থী ছিলো ২৮ হাজার ২৪০ জন। এদের মধ্যে উপস্থিতির সংখ্যা ২৮ হাজার ১৪১ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ৯৯ জন। ঝালকাঠীতে ১৭ কেন্দ্রে ৮ হাজার ৫৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৮ হাজার ২৪ জন। কেন্দ্রে আসেনি ২৮ জন। পিরোজপুর জেলায় ১৯ কেন্দ্রে ১০ হাজার ২০৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ১০ হাজার ১৭১ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ৩৭ জন।
পটুয়াখালী জেলায় ২৫ কেন্দ্রে ১৪ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪ হাজার ৭২১ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ জন। বরগুনা জেলায় ১৪ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮ হাজার ৯৫৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ৮ হাজার ৯২০ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ৩৯ জন। ভোলায় ১৮ কেন্দ্রে ১১ হাজার ৫৩৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ১১ হাজার ৪৭৮ জন। অনুপস্থিতির সংখ্যা ৫৬ জন।’’