বার্তা পরিবেশক গৌরনদী:: বরিশালের গৌরনদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তর সংখ্যা ৭০ জন। এছাড়া উপজেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩ জন।

নতুন আক্রান্তরা হলেন- মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈকত গূহ পিকলুর মাতা তাপসী রানী গূহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষন (সুপার) সিরাজুল ইসলাম ও প্রধান সহকারী উম্মে হাবিবা মুক্তা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাউছার হোসেন বরিশালটাইমসকে জানান, আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া তাদের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করেছে উপজেলা প্রশাসন।