পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আকরাম শেখ নামে (৬০) বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শিশুটির বাবা বাদী হয়ে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতার আকরাম উপজেলার মাটিভাঙা ইউনিয়নের বাসিন্দা।
মাটিভাঙা ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহাজাদা বরিশালটাইমসকে জানিয়েছেন- শুক্রবার দুপুরে আকরাম শেখ শিশুটির ঘরে টিভি দেখতে যান। এ সময় তিনি শিশুটিকে যৌন নিপীড়ন করেন।
এ ঘটনায় শিশুটির বাবা মাটিভাঙা ফাঁড়িতে লিখিত অভিযোগ করলে আকরামকে আটক করা হয়। এরপর তাঁকে নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়। রাতে থানায় মামলা করা হয়েছে বলে জানান এএসআই শাহাজাদা।
শিশুটির বাবা বরিশালটাইমসকে শনিবার বেলা সোয়া ১২টার দিকে মুঠোফোনে জানিয়েছেন- শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।