তারেক মাসুদ ও মিশুক মনিরসহ ৫জন নিহতের মামলায় এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে সারাদেশের ন্যায় বরিশালেও বাস ধর্মঘট চলছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দুরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (ফেব্রুয়ারি) সকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোন বাস ছেড়ে যায়নি।
পাশাপাশি নথুল্লাবাদ হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকসহ কোন ধরনের গণপরিবহন চলতে দিচ্ছে না শ্রমিকরা। সকাল থেকে কয়েক দফায় তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করে। নগরীর রুপাতলী অভ্যন্তরীণ বাস টার্মিনালেও মঙ্গলবার সকাল থেকে খুলনা রুটে যান চলাচল বন্ধ ছিলো।
পূর্বঘোষণা ছাড়া বাস ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ ও বরিশাল রুপাতলী বাস টার্মিনালে গিয়েও গন্তব্যে ছুটতে পারছেন না।
নথুল্লাবাদে এলাকায় বিক্ষোভরত শ্রমিকরা অবিলম্বে বাস চালকের বিরুদ্ধে আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান- সারাদেশে শ্রমিকদের কর্মবিরতি চলছে। তারই ধারাবাহিকতায় বরিশালেও কর্মবিরতি পালিত হচ্ছে। এতে যাত্রীদের তো একটু কষ্ট হলে কী করার বলে উল্টো প্রশ্ন রাখেন।
এবং কেন্দ্রের দাবি না মেনে নেয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান তিনি।’’