নলছিটি উপজেলার সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে তিন বখাটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর পিতা ফুলহরি মাদ্রাসার ৪র্থ শ্রেনির কর্মচারী মান্নান ব্যাপারী কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনের কাছে অভিযোগ করেছেন বলে জানা গেছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার সন্ধ্যার দিকে ওই ছাত্রী স্থানীর এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সরমহল মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে ওঁৎপেতে থাকা একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে হাসান,সোহরাফ মল্লিকের ছেলে আলামিন মল্লিক ও মোস্তাফিজুর রহমানের ছেলে হাসান হাওলাদার পথরোধ করে তাকে টেনে হেঁচড়ে পাশ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই তিন বখাটে। এ সময় ওই ছাত্রীর ডাকচিৎকারে এলাকার লোকজন টের পেয়ে গেলে তিন বখাটে দৌড়ে পালিয়ে গেলে স্থানীয়রা আহত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

নির্যাতিত স্কুল ছাত্রী জানান,কিছুদিন আগে সরমহল এলাকার আনোয়ার হোসেনের ছেলে বখাটে হাসান তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় হাসান ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যার দিকে স্থানীয় বখাটে আলামিন মল্লিক ও হাসান হাওলাদারকে নিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় হাসান তার পরনে থাকা বোরকা টেনে ছিড়ে ফেলে এবং মুখমন্ডলে আঘাত করে।

স্কুল ছাত্রীর মা রুনু বেগম বলেন,ধর্ষণ চেষ্টার ঘটনা প্রাথমিকভাবে কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ওই বখাটেরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপন করেছে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল নানা তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।