বরিশাল সদর উপজেলার রায়পাশা গ্রামীণ ব্যাংক শাখা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুই কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেয়া হয়।

রোববার দুপুরে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক দণ্ডিতদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও কর্মকর্তা শাহ আলম। দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং শাহ আলম বাগেরহাটের শরণখোলার চালিতাবুনিয়ার হাতেম আলীর ছেলে।

বিভাগীয় স্পেশাল জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) হারুন আর রশিদ মামলার নথির বরাত দিয়ে বরিশালটাইমসকে জানান- ২০০৯ সালের ১০ ফেব্র“য়ারি থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত তিনজন আমানতকারীর হিসাব নম্বর থেকে ৪ লাখ ৯৫ হাজার টাকা ঋণ নেন ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও কর্মকর্তা শাহ আলম।

২০০৯ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ১২ জানুয়ারির মধ্যে ৩ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ১ লাখ ২৫ হাজার টাকা তারা আত্মসাৎ করেন।

এ ঘটনায় দুদক’র বরিশাল কার্যালয়ের পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে ২০১২ সালের ৩ অক্টোবর মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম ২০১৪ সালের ১৪ অক্টোবর ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।