নলছিটিতে ইয়াবাসহ রাসেল হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বৃস্পতিবার তাকে জেলহাজতে প্ররণ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নলছিটি পৌর এলাকার বৈচন্ডী আড়াপোল থেকে মালিপুর গ্রামের নেছার হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে(২৭) মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ।

এসময় পুলিশ আটক মাদক ব্যবসায়ী রাসেলের দেহ তল্লাশী করে ১০পিস ইয়াবা উদ্ধার করে। অভিযান পরিচালনা করেন নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম।

থানায় এনে পুলিশের জিঙ্গাসাবাদে ইয়াবা ব্যবসার সহযোগী হিসেবে নাংগুলী গ্রামের মৃত আমজেদ আলী হাওলাদারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিন্টু হাওলাদার(৩৮) ও নলছিটির খাসমহল এলাকার নাছির সর্দারের ছেলে হাসান সর্দারের(২৮) নাম বলেন আটককৃত রাসেল।

এ ঘটনায় এসআই শামীম বাদী হয়ে বুধবার রাতে রাসেল, মিন্টু ও হাসানকে আসামী করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার বাদী এসআই শামীম জানান,আটককৃত মাদক ব্যবসায়ী রাসেলসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আটক রাসেলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।