বরিশালের আগৈলঝাড়া উপজেলার পুকুর থেকে কালু সরদার (৩৫) নামে প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কালু উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত মহব্বত আলী সরদারের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বখতিয়ার আল মামুন  বরিশালটাইমসকে জানান- সকালে বাড়ি থেকে গৈলা বাজারে যান কালু। বাজার থেকে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুরে সোনামদ্দিন সরদারের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন তিনি।’’