বরিশাল নগরী থেকে খলিলুর রহমান (৪০) এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে নগরীর বান্দ রোড এলাকায় কুমিল্লা হোটেলের সম্মুখ থেকে আটক করা হয়।
আটক খলিলুর রহমান বরিশাল সদর উপজেলার লামছড়ি এলাকার ইসমাইল খলিফার ছেলে। তিনি বান্দ রোড এলাকার চানপুরা আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন।’’
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন জানিয়েছে- খলিলুর রহমান একটি মামলায় ২ বছর কারাদণ্ড পেয়েছেন। কিন্তু এর পর থেকে আত্মগোপনে ছিলেন।