মার্চ থেকে জুনের মধ্যে ভিজিডির চাল জেলেদের হাতে তুলে দিতে হবে যদি তা সময় দেয়া না হয় তাহলে সে চাল জেলা প্রশাসকদের জব্দ করে আইনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মাদ ছায়েদুল হক এমপি। জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।’’

তিনি  আরও বলেন- যদি আইনী ব্যবস্থা নিলে কোন ধরনের চাপ আসে তবে আমাকে সরাসরি জানাবেন আমি আপনাদের সাথে আছি। জেলেদের ভিজিডির চাল নির্দিষ্ট সময়ের  মধ্যে দিতে হবে।’’

একই সাথে তিনি আরও বলেন- দেশে কোন অবস্থায় নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহেন্দি জাল উৎপাদন হতে দেয়া হবে না।

মন্ত্রী আরও বলেন- বিএনপি ও জামায়াত শিবিরের এ দেশে না থেকে পাকিস্থান চলে যাওয়া  উচিত। তারা এদেশের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছেন। এখনো তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।’’

বরগুনার  আমতলী  সরকারী  কলেজ মাঠে মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাটকা সংরক্ষণ- ২০১৭ উদ্বোধনী সভায় সভাপত্বি করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়র সচিব মো. মাকসুদুল হাসান খান।’’

স্বাগত বক্তব্য রাখেন- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু।’’

বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরিশাল নৌপুলিশের ডিআইজি মো: মনিরুজ্জামন, কোস্টগার্ডের দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন মোসায়েদ, বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম, বরগুনার পুলিশ সুপার বিজয় বশাসক পিপিএম, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন, আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতালেব তালুকদার, বরগুনা জেলা মৎস্যজীবি সমিতির চয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, জাতীয় মৎস্যবীবি  সমিতির  সম্পাদক  ফনী ভ’ষন মালো ও জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, আমতলী উপজেলা আওয়ালীগ সম্পাদক ্ এ্যাডভোটেক এম এম কাদের মিয়া, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, চাওরা চেয়ারম্যান আখতারুজ্জামাম বাদল খান, কুকুয়া ইইপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আমতলী সদর ইইপি চেয়ারম্যন মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ ।’’

মন্ত্রী আরও বলেন- বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের জন্ম হত না। তিনি বাংলাদেশকে সোনার বংলা গড়তে চেয়েছিলেন। তারই উত্তর শুরী জননেত্রী শেখ হাসিনা আজ বংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে দার করিয়েছেন।

তিনি বলেন বাংলাদেশকে মাননীয় প্রধান মন্ত্রী এমন এক ইচ্চতায় নিয়ে গেছেন যে আর কোন দিন বংলাদেশে মানুষের ভাতের সমস্যা হবে না। মন্ত্রী স্থানীয় নেতা এবং জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে চাওরা খালকে সংস্কার করে মৎস্য চাষের আওতায় নিয়ে আসার ঘোষনা দেন।

জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন শেষে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের নেতৃত্বে পায়রা নদীতে এক বর্ণাঢ্য নৌ- র‌্যালি অনুষ্ঠিত হয়।’’