ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডুবলী গ্রামে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু মমতাজ বেগম (৩৫) ওই ইউনিয়নের আমিরাবাদ বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল মালেক খানের স্ত্রী।
এ ঘটনায় আহত হয়েছে আব্দুল মালেক খানের মেয়ে আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হাফিজা আক্তার (১৪)। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’
স্থানীয় মো. রায়হান খান জানান- সন্ধ্যার পরে বৃষ্টি শুরু হলে মেয়েকে সাথে নিয়ে ক্ষেতে থাকা খেসারি ডাল তুলে আনতে যায় মমতাজ বেগম। এসময় ব্রজপাতে ঘটনাস্থলে নিহত হয় মমতাজ বেগম।
সাথে থাকা মেয়ে হাফিজা আক্তারের দুই পা পুড়ে যায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”