বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইটভাটা শ্রমিক আব্দুল কাদেরের (৪০) সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রাখলেও সোমবার বিকেল ৪টা পর্যন্ত তার খোঁজ পায়নি।
এর আগে গত রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার মোল্লা বাজার সংলগ্ন নদীতে তিনি নিঁখোজ হন।

আব্দুল কাদের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের ওহাব আলী ঘরামির ছেলে।
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বরিশালটাইমসকে জানান- আব্দুল কাদেরসহ সাতক্ষীরার আরও কয়েকজন উপজেলার ছোয়া ইটভাটায় শ্রমিকের কাজ করেন। রোববার বেলা আড়াইটার দিকে দিকে শ্রমিকদের সঙ্গে গোসল করতে নেমে আব্দুল কাদের ডুব দেয়ার পর নিখোঁজ হয়।’’

ওইদিন বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে জয়ন্তী নদীতে বিশাল এলাকাজুড়ে তল্লাশি অব্যাহত রেখেছে।

এ ঘটনায় কাদেরের সহকর্মী সোলায়মান মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেছেন।”