বরগুনায় এক মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা-অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বরগুনা জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম মো. মিজানুর রহমান।
মিজান আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সার ব্যাবসায়ী আজাহার ডিলারের ছেলে।
আদাল সূত্র জানায়- ২০১৪ সালের ২১ আগস্ট মিজানকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র্যাবের ডিএডি জাকির হোসেন। বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান- মিজানসহ তার পরিবারের অধিকাংশ লোক মাদক ব্যবসার সাথে জড়িত।’’