বরিশালে মেহেন্দিগঞ্জ উপজেলায় সৌদী প্রবাসী গিয়াস উদ্দিন হাওলাদার (৪০) ও তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার কাজীর হাট থানার আজিমপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

কাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম তালুকদার এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।

তারা হলেন- ওই গ্রামের সৌদী প্রবাসী গিয়াস উদ্দিন হাওলাদার (৪০) ও তার স্ত্রী তামান্না (২৫)।

কাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম তালুকদার বরিশালটাইমসকে জানান- গিয়াস উদ্দিন হাওলাদারের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। পাশে পড়ে ছিল স্ত্রী তামান্নার লাশ।

পরিবারের বরাত দিয়ে পুলিশের ওসি আরও জানান- গিয়াস উদ্দিন হাওলাদারের সাথে তামান্নার কয়েক মাস আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তাদের ভেতরে পারিবারিক কলোহ দেখা দেয়।’

সকালে ঘরের মধ্যে প্রতিবেশীরা তাদের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।”

ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা- পারিবারিক কলহের কারণে প্রবাসী তার সন্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা করতে পারেন।

তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর বিস্তারিত কারণ জানা সম্ভব হবে বলে জানান ওসি।”