বরিশালের গৌরনদী উপজেলায় ৯’শ পিস ইয়াবাসহ বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি সদস্য মামুনুর রশিদ মনু মোল্লাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২৯ মার্চ) রাতে কটকস্থল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে গৌরনদী পুলিশ।
আটক বাকি দুইজন হলেন- যুবলীগ নেতা শহীদ বেপারী এবং যুবলীগ কর্মী মাদক সম্রাট হিরা মাঝি।
এই তিনজনই এলাকায় সকলের কাছে কমবেশি মাদক বিক্রেতা হিসেবে পরিচিত।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ৭ জনকে আসামি করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
ডিবি পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান- ডিবি’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের দুলাল ফকিরের বাড়িতে অভিযান চালায়।
এ সময় মাদক বিক্রেতা বার্থী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা, যুবলীগ নেতা শহীদ বেপারী ও মাদক বিক্রেতা হীরা মাঝি পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়।”
তখন আটকদের দেহ তল্লাশী করে তাদের শরীরের বিভিন্ন স্থান থেকে ৯০০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তুষার কুমার মন্ডল বাদি হয়ে আটককৃতসহ ৭ জনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।’
তিনি আরও বলেন- পুলিশ আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”