পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল ৬ টার দিকে রজপাড়া নামক স্থানে ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় মো. কালাম (৫৫) নামে এক ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ভ্যান চালক মো সেলিম (৩৪) আহত হয়েছেন।

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক কালামের মৃত্যু ঘোষণা করেন।

আহত ভ্যান চালক সেলিম জানান- ব্যস্ততার মধ্য দিয়ে আমতলী যাওয়ার পথে রজপাড়া নামক স্থানে চলন্ত ভ্যানটি উল্টে যায়। এসময় ভ্যানের নিচে চাঁপা পড়ে কালাম ঘটনাস্থলেই নিহত হন।

কালামের বাড়ী পটুয়াখালী কর অফিস সংলগ্ন এলাকায় । তিনি বিভিন্ন হাট-বাজারে ঘুরে ঘুরে ক্যানভাস করে ওষুধ বিক্রি করতো বলে জানা গেছে।”