বেতন বকেয়া পরিশোধের আশ্বাসে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। রোববার সন্ধ্যায় অ্যানেক্স ভবনে আড়াই ঘণ্টাব্যাপী পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা।

এছাড়া আন্দোলনকারীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার কথাও জানিয়েছেন মেয়র আহসান হাবিব কামাল।

বৈঠক শেষে মেয়র আহসান হাবিব কামাল বরিশালটাইমসকে জানান- আন্দোলনকারীদের কিছু দাবি মেনে নেয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের যে কয় মাসের বকেয়া রয়েছে তার মধ্য থেকে দুই মাসের বেতন এবং প্রতিবার বেতনের সাথে ৫টি করে প্রভিডেন্ড ফান্ডের টাকা দেয়ার আশ্বাসে আন্দোলনকারীরা তাদের কর্মবিরতী প্রত্যাহার করে নিয়েছেন।

আন্দোলনকারী বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধা বরিশালটাইমসকে জানান- মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়া এইচএসসি পরীক্ষার্থী এবং নগরবাসীর কথা চিন্তা করে বৈঠকে সিদ্ধান্তর পর আমরা আমরা সোমবার থেকে কাজ শুরু করব।

সন্ধ্যায় অ্যানেক্স ভবনে বৈঠকে মেয়রসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএমপি’র উপ কমিশনার গোলাম রউফ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, বিসিসি’র প্যানেল মেয়র একেএম শহীদুল্লাহ্, কাউন্সিলর আলতাফ মাহামুদ সিকদার, মোশাররফ আলী বাদশা, গাজী আক্তারুজ্জামান হিরু ও আন্দোলনকারীদের নেতারা।

এর আগে ৫মাসের বকেয়া বেতনের দাবিতে লাগাতার কর্মবিরতী শুরু করে বরিশাল সিটি করপোরেশনের দুই হাজার ১৩১জন কর্মকর্তা কর্মচারী। পরিচ্ছন্ন কার্যক্রম বন্ধ করে দেয়ায় আবর্জনার ভাগারে পরিণত হয় গোটা নগরী।”