সোবাহান হাওলাদার (৫০) নামে চাকরিচ্যুত এক সেনা সদস্যের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের একটি পুকুর থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

সোবাহান ওই গ্রামের করিম হাওলাদারের ছেলে। তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল বরিশালটাইমসকে জানান- প্রায় বছর দুই আগে সোবাহানকে চাকরি থেকে বহিষ্কার করা হয়।

“সকালে স্থানীয় লোকজন হাত-পা বাঁধা অবস্থায় সোবাহানের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

পূর্ব কোনো বিরোধের জেরে তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা ওসির।”