জমকালে আয়োজনে বরিশালে যমুনা টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ এপ্রিল) বেলা ১০ টায় যমুনা টিভির বরিশাল ব্যুরো অফিসে কেক কেটে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শেখ মো. মারুফ হাসান।
অতিথিরা বলেন- মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় যমুনা টিভি মানসম্মত অনুষ্ঠান ও নিরপেক্ষ সংবাদ প্রচারে আগামী দিনে অগ্রণী ভূমিকা রাখবে। এক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকতায় যমুনাটিভির সাহসী অগ্রযাত্রার প্রশংসা করেন অতিথিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান লিটন বাশার, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, প্রথম আলো পত্রিকার বরিশাল অফিস প্রধান সাইফুর রহমান মিরন, সাংবাদিক জিয়া শাহীন, জাকির হোসেন, শামীম আহসান এবং যমুনা টিভি পটুয়াখালী প্রতিনিধি জাকারিয়া হৃদয় উল্লেখযোগ্য।
কেক কাটার অনুষ্ঠান সমন্বয় করেন যমুনাটিভি’র বরিশাল অফিস প্রধান কাওসার হোসেন এবং ক্যামেরাপার্সন আনিসুর রহমান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা যমুনা পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান।”