রাজধানীতে ট্রাক চাপায় বরিশালের গৌরনদী উপজেলার যুবক মোটরসাইকেল আরোহী সমীর মুয়ালী (২৫) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে বাড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমীর উপজেলার আশকর গ্রামের প্রভূদানের ছেলে। সমীর রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান- নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”