শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন- একটি বাড়ি একটি খামার প্রকল্পের মধ্যদিয়ে গ্রামের প্রতিটি বাড়ির মানুষ উপকৃত হবে। পর্যায়ক্রমে এ দেশে গ্রাম অঞ্চলের সকল পরিবারগুলোকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আনা হবে। এতে করে গ্রামাঞ্চলের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

রোববার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা ও শেখেরহাট প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঋনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।’

মন্ত্রী বলেন- একটি বাড়ি একটি খামার প্রকল্পের জন্য সরকার আদালা একটি ব্যাংক করার চিন্তা করছেন। এর ফলে আপনারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করে আপনাদের ভাগ্যের উন্নয়ন করতে পারবেন।

এদেশর শতকরা ৮০ ভাগ লোক গ্রামে বসবাস করেন। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা থাকা সত্বেও এই সরকারের আমলে গ্রামের মানুষের মাথাপিচু আয় বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাসী আজ অবাক দৃষ্টিতে তাকিয়ে বাংলাদেশের উন্নয়ন দেখছে।’

আর আমাদের কাছে পরামর্শ নিচ্ছে কিভাবে তাদের দেশের উন্নয়ন করা যায়।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, বিভাগীয় সমবয় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মো. নুরুজ্জামান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারি শ্যামা প্রসাদ দে, জেলা যুবলীগের আহবায়ক লিয়াকত আলী খান, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম জাকির এবং জেলা যুবলীগ নেতা কামাল শরীফ।”